মা ফাতিমার পিতা হলেন সৃষ্টির সেরা এবং মানবজাতির নেতা, যিনি বিচারবুদ্ধি এবং আলোকের সীমাকে উন্মূক্ত করেন এবং এমন এক সভ্যতার প্রতিষ্ঠা করেন, যার দ্বারা মানুষ পাপ এবং কুসংষ্কার থেকে মুক্ত হয়েছিল, যেখানে মানুষ পরিপূর্ণভাবে নিমজ্জিত ছিল। তাঁর পিতা ছিলেন মহান রব্বুল আলামীনের এক অতুলনীয় সম্পদ এবং তাঁর বান্দাহদের প্রতি এমন এক উপহার, যিনি তাদেরকে কিতাব এবং বিস্তৃত জ্ঞান শিক্ষা দেন, যদিও তাঁর (রাসূলের) পূর্বে তারা অজ্ঞতা এবং সুস্পষ্ট ভুলের মধ্যে নিমজ্জিত ছিল। তাঁর পিতাই, যিনি মানুষের ইতিহাসকে পাল্টে ফেলে (যেখানে দুর্বল ছিল শক্তিশালীদের শিকার, কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া এবং এক এবং একমাত্র খোদাকে বাদ দিয়ে অসংখ্য মূর্তির পূজা করা।) এমন এক উজ্জ্বল সমাজ নির্মাণ করেন যেখানে সকল মানুষ সমান, নারী পুরুষ আলাদাভাবে দেখা হতো না এবং কুসংস্কারের বদলে যুক্তির দ্বারা মানুষকে পরিচালিত করা হতো। তাঁর পিতাই ছিলেন, যিনি মানুষকে অজ্ঞতা, বদ অভ্যাস এবং দরিদ্রতা থেকে মুক্তি দিয়েছিলেন। মা ফাতিমার জন্য এটাই যথেষ্ট ছিল যে, তাঁর পিতা ছিলেন, আল্লাহ সুবহানাহু তায়ালার আখেরী নবী ও রাসূল এবং সবচেয়ে প্রিয়ভাজন এবং মা ফাতিমার জন্য এটাই যথেষ্ট যে, তিনি ছিলেন রাসূল (সা.)-এর অত্যন্ত আদরের আর রাসূল (সা.)-এর সকল সন্তান এবং অন্য সবার চেয়ে নিকটবর্তী।